দিগন্ত জোড়া মাঠ । চারদিক গহীন সবুজ মাঠ। বলছি তানোরের কথা। বলছি এক ফিনিক্স এর কথা। এক সময়ের রুহ্ম শুষ্ক প্রান্তর আজ সুজলা সুফলা তিন ফসলের ভূমি। যে কৃষকের এক বেলার খাবার সংগ্রহ করা ছিল কষ্ট সাধ্য। আজ সে কৃষকের ঘরে সমৃদ্ধির আলপনা। সন্তানেরা স্কুল কলেজে পড়ে । পাকা ঘর হয়েছে। মটর সাইকেল প্রতি ঘরে। যা সম্ভব হয়েছে বর্তমান কৃষক বান্ধব সরকার এর সহযোগিতায় ও বিএমডিএ এর সেচ সেবার কারণে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস